14.7 C
Toronto
শুক্রবার, মে ৯, ২০২৫

নিউইয়র্কে জায়েদ খানের অনুষ্ঠানে সেডিন কী ঘটেছিল? যা জানালেন প্রবাসী তরুণী

নিউইয়র্কে জায়েদ খানের অনুষ্ঠানে সেডিন কী ঘটেছিল? যা জানালেন প্রবাসী তরুণী - the Bengali Times

ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্কে উড়াল দিয়েছিলেন চিত্রনায়ক জায়েদ খান। গত রোববার স্থানীয় সময় রাতে নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। আর সেখানে পারফমেন্স করেন এই অভিনেতা।

- Advertisement -

সম্প্রতি এই অনুষ্ঠানে জায়েদ খানের পারফমেন্স দেখে একদল ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন। আর এই ‘ভুয়া ভুয়া’ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন নিউইয়র্ক প্রবাসী রিদ্বি ফারজানা।

সেখানে এই তরুণী বলেন, ‘জায়েদ খান যে রকমটা বলেন যে ৩০-৪০টা মেয়ে তার জন্য সেলফি লাইনে দাঁড়িয়ে থাকে। এমনকি ছেলেরাও দাঁড়িয়ে থাকে। আর আমরা সেগুলো নিয়ে ট্রল করি। এটা আসলেই সত্য। আমি যখন অনুষ্ঠানে গেলাম সেখান থেকে বের হয়ে সেটাই দেখলাম।’

নিউইয়র্কে জায়েদ খানের অনুষ্ঠানে সেডিন কী ঘটেছিল? যা জানালেন প্রবাসী তরুণী - the Bengali Times
জায়েদ খানের সঙ্গে রিদ্বি ফারজানা

রিদ্বি বলেন, ‘অনুষ্ঠানে যারা ভুয়া, ভুয়া বলে চিৎকার করছিল তারাই লাইন ধরে দাঁড়িয়ে ছিল সেলফি তোলার জন্য। আপনারা জায়েদ খানকে চেষ্টা করছেন মোশাররফ করিম কেন হলো না, তাহসানের মতো ব্যবহার কেন করল না। সে জায়েদ খান জায়েদ খানের মতই ব্যবহার করবে। কেনই বা সে অন্যদের মতো ব্যবহার করতে যাবে। আপনার ভুয়া ধ্বনি কেন দিতে হবে বারবার। আপনারা যে আচরণ করেছেন তা ছিল কুরুচির মতো আচরণ। নিজেদের খুব রুচিশীল মনে করেন।’

তিনি আরও বলেন, ‘জায়েদ খান’ এই মানুষটাকে নিয়ে আপনারা এতই কনট্রভার্সি করেন যে তার কোনো শেষ নেই। আর যা রটে তার অনেক কিছুই মানুষের মনগড়া। তবে ব্যক্তি পর্যায়ে মানুষটা যথেষ্ট বিনয়ী এবং মার্জিত।’

উল্লেখ্য, নিউইয়র্কে ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে সেখানে আরও উপস্থিত ছিলেন জেমস, চঞ্চল চৌধুরী, তাহসান, মেহের আফরোজ শাওন, প্রতীক হাসান, জিয়াউল হক পলাশ, কেয়া পায়েল, ব্যান্ড চিরকুট।

- Advertisement -

Related Articles

Latest Articles