8.3 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

এবারও জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী ন্যাথানিয়েল

এবারও জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী ন্যাথানিয়েল - the Bengali Times
ন্যাথানিয়েল এরিস্কিন স্মিথ

লিবারেল পার্টির মনোনীত প্রার্থী ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ একাধিকবার টরন্টোর সেরা এমপি হবার গৌরব অর্জন করেছেন। আগামী ২০ সেপ্টেম্বর কানাডার ফেডারেল নির্বাচনেও বিচেস-ইষ্টইয়র্ক রাইডিং থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত হবার জন্যে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনি।

টরন্টোর বাংলাদেশি কমিউনিটির বন্ধু হিসেবে খ্যাত ন্যাথানিয়েল এবারও জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী। তার নির্বাচনী টীম দিনরাত পরিশ্রম করছেন। জানা গেছে, প্রায় ১০ হাজারের কাছাকাছি ডোর নক করেছে এই টীম। ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ বলেন, এই এলাকায় আমি বড় হয়েছি এবং এখানেই আমি বসবাস করি। আর তাই গত দুই টার্ম এই কমিউনিটিকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

- Advertisement -

তিনি আরো বলেন, আমি সবসময় হাউস অব কমন্সে আমার স্বাধীন ও ন্যায়সঙ্গত মতামত তুলে ধরার জন্যে কঠোর পরিশ্রম করেছি। একইসঙ্গে লিবারেল সরকারের কার্যক্রমে আমি গর্বিত। উল্লেখ করার মতো অনেক অগ্রগতি আমাদের সরকারের রয়েছে। এই অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা ও আরো উন্নয়নের জন্যে লিবারেল পার্টিকে আবারও পুন:নির্বাচিত করা জরুরী।

- Advertisement -

Related Articles

Latest Articles