15.6 C
Toronto
বুধবার, মে ৭, ২০২৫

৬০ বছরে আশীষের দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রী বললেন, ‘হারিয়ে যেও না’

৬০ বছরে আশীষের দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রী বললেন, ‘হারিয়ে যেও না’ - the Bengali Times

৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করে সবাইকে চমকে দিয়েছেন জনপ্রিয় অভিনেতা আশীষ বিদ্যার্থী। গতকাল বৃহস্পতিবার কলকাতায় প্রিয়জনদের উপস্থিতিতে আদালতে বিয়ে করেন তিনি। পাত্রী রূপালি বড়ুয়া ভারতের আসাম রাজ্যের মেয়ে। তিনি কলকাতার নামী ফ্যাশন হাউসে কাজ করেন।

- Advertisement -

এর আগে কলকাতার জামাই ছিলেন আশীষ। প্রবীণ অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশী বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি। তবে একসময় তাদের বিচ্ছেদ হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার সকালে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন অভিনেতার প্রথম স্ত্রী রাজশী বড়ুয়া। সাবেক স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে তিনি বেশ কষ্ট পেয়েছেন।

৬০ বছরে আশীষের দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রী বললেন, ‘হারিয়ে যেও না’ - the Bengali Times

রাজশী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘যে তোমার কাছের মানুষ, সে কখনো জিজ্ঞেস করবে না, তার কাছে তোমার মূল্য ঠিক কতটা। সে এমন কোনো কাজ করবে না, যাতে তুমি কষ্ট পাও।

তিনি আরও লেখেন, ‘যাবতীয় দুর্ভাবনা এবং সন্দেহ দূর হয়েছে। ধন্দ কেটে গিয়ে সব কিছু স্পষ্টভাবে ধরা দিচ্ছে। জীবনে শান্তি এবং স্থিতি আসুক। তুমি নিজে যথেষ্ট শক্তিশালী। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নতুন করে শুরু করতে হবে।’

সবশেষে রাজশী বড়ুয়া যোগ করেন, ‘জীবন নামের গোলকধাঁধায় হারিয়ে যেও না।’

- Advertisement -

Related Articles

Latest Articles