6.9 C
Toronto
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

ফ্যানের সঙ্গে বিশেষ কায়দায় বরফ রাখলে ঠান্ডা থাকবে ঘর

ফ্যানের সঙ্গে বিশেষ কায়দায় বরফ রাখলে ঠান্ডা থাকবে ঘর - the Bengali Times

গরমের তীব্রতা এখনো কমেনি। যাদের ঘরে এসি নেই, তারাই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কারণ ফ্যান ছেড়েও মুক্তি মিলছে না। উলটো অনেকেই মনে করেন, ফ্যানের কাছে বরফ রাখলেই ঘর ঠান্ডা হবে। এই ধারণা কি আদৌ ঠিক?

- Advertisement -

হ্যাঁ, বরফ দিয়ে ঘর ঠান্ডা করা যায়। তবে কাজটি করতে হবে বিশেষ কায়দা মেনে। একটি বিশেষ কায়দায় বরফ রাখলে ঘর অনেকটাই ঠান্ডা হবে। কী সেই পদ্ধতি? চলুন জেনে নেয়া যাক-

  • এই পদ্ধতির জন্য লাগবে দুটো বোতল। বোতলের গায়ে ছোট ছোট ফুটো করে নিন। ফুটোর সংখ্যা বেশি হলে ক্ষতি নেই। বোতলের মাঝখান থেকে নীচ পর্যন্ত ফুটো করুন।
  • এভাবে দুটো বোতল ফুটো করে তার নিচের দিকটা কেটে নিন অর্ধেক। কাটার পর যেন সেখান দিয়ে বরফ ঢোকানো যায়। এই অবস্থায় স্ট্যান্ড ফ্যানের পিছনে বাঁধতে হবে বোতলগুলো।
  • সরু তার পেঁচিয়ে ফ্যানের স্ট্যান্ডের দুপাশে উলটো করে বেঁধে দিন দুটো বোতল। নীচের বড় কাটা অংশ দিয়ে বরফ ঢালুন। এবারে চালিয়ে দিন ফ্যান।
  • বোতলের ছিপি খোলা রাখতে পারেন‌। এতে বরফ গলে জল পড়বে‌। সেই জল ধরে রাখতে নিচের পাত্র রাখুন। এভাবে কিছুক্ষণ ফ্যান চললেই ঠান্ডা হবে ঘর।
  • এবার থেকে এই নিয়মে বরফ কাজে লাগান। দেখবেন অল্প সময়েই ঘরের তাপমাত্রা কমে এসেছে।
- Advertisement -

Related Articles

Latest Articles