13.9 C
Toronto
রবিবার, মে ৪, ২০২৫

ব্যাংক ডাকাতি করাই তার ‘নেশা’!

ব্যাংক ডাকাতি করাই তার ‘নেশা’! - the Bengali Times
অভিযুক্ত ওই নারীর বয়স ৭৮

ব্যাংক ডাকাতিই যেন তার নেশা। পূর্বে দুইটি ব্যাংক ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। এবার ব্যাংক ডাকাতির ঘটনায় তৃতীয়বারের বারের মতো গ্রেপ্তার হলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ওই নারীর নাম বনি গুচ। ৭৮ বছর বয়সী ওই নারীকে মিসৌরি অঙ্গরাজ্যে ব্যাংক ডাকাতির কারণে আবার গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বনি গুচ সম্প্রতি গোপার্ট ফাইন্যান্সিয়াল ব্যাংকে হেঁটে প্রবেশ করেন এরপর একটি চিরকুট দিয়ে কয়েক হাজার ডলার দাবি করেন।

- Advertisement -

ঘটনার বিস্তারিত সম্পর্কে আরও জানা যায়, ক্যাশ অর্থ হাতিয়ে নিয়ে চলে যাওয়ার সময় ওই বৃদ্ধা বলেন, ধন্যবাদ, আমি আপনায় ভয় দেখাতে চাইনি। বিবিসি বলছে, গুচ বর্তমানে ২৫ হাজার ডলার মুচলেকা দেওয়ার শর্তে জেলে আছেন।

জানা যায়, গত বুধবার কালো সানগ্লাস, কালো এন-৯৫ মাস্ক, প্লাস্টিকের হ্যান্ড গ্লাভস পরে ওই ব্যাংকে প্রবেশ করেন তিনি। এরপর ব্যাংক কর্মকর্তার হাতে একটি চিরকুট ধরিয়ে দেন। সেখানে লেখা ছিল, আমর ১৩ হাজার ডলার দরকার।

এরপর অর্থ নেওয়ার পর তিনি ওই ব্যাংক কর্মকর্তাকে বলেন, ‘আপনাকে ধন্যবাদ, আমি একটুও ভয় দেখাতে চাইনি।’

৭৮ বছর বয়সী ওই বৃদ্ধা এর আগে ১৯৭৭ সালে ক্যালিফোর্নিয়ার একটি ব্যাংক ডাকাতির জন্য অভিযুক্ত হন। পরবর্তীতে লি’স সামিটের কানসাস সিটি শহরতলিতে ২০২০ সালে আরেকটি ডাকাতির জন্য দোষী সাব্যস্ত হন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়ে, ওই বৃদ্ধার দ্বিতীয় ডাকাতির ঘটনায় ২০২১ সালের নভেম্বরে সাজার মেয়াদ শেষ হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles