15.8 C
Toronto
শুক্রবার, মে ২, ২০২৫

মঙ্গল শোভাযাত্রা বন্ধে হুমকি দিয়ে চিরকুট, থানায় জিডি

মঙ্গল শোভাযাত্রা বন্ধে হুমকি দিয়ে চিরকুট, থানায় জিডি - the Bengali Times

আসন্ন পয়েলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে চিরকুট পাঠানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক শিক্ষার্থীর কাছে। এ ঘটনায় আবতাহী রহমান (২৫) নামের ওই শিক্ষার্থী শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ১৫২৭।

- Advertisement -

রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি ও সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন।

আবতাহী রহমান জিডির আবেদনে উল্লেখ করেছেন, বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা আয়োজনে অর্থ ও নিরাপত্তা কমিটির দায়িত্ব পালনের সময় মঙ্গলবার দিবাগত রাত ৯টা ৪৫ মিনিটের দিকে চারুকলার পশ্চিম পাশের দেয়ালে রঙের কাজ তদারকি করি। এ সময় প্লাস্টিক চেয়ারের ওপর একটি সাদা কাগজ ও ৫০ টাকার নোট পাই। ওই কাগজে লেখা ছিল-‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের, এখানে এসে ক্ষতি করো না তোমাদের, হামলা হতে পারে এনিটাইম, দাজ্জালি বাহিনী পাবে না টের মোদের।’

মঙ্গল শোভাযাত্রা বন্ধে হুমকি দিয়ে চিরকুট, থানায় জিডি - the Bengali Times

পরবর্তী সময়ে এ বিষয়ে চারুকলা অনুষদের প্রক্টরিয়াল টিমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের নির্দেশে জিডির আবেদন করেছেন বলে জিডিতে উল্লেখ করেন আবতাহী রহমান।

জিডিতে আয়োজক কমিটির এই সদস্য আরও উল্লেখ করেন, ‘এ অবস্থায় উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন।’

এ ব্যাপারে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, ‘একটা উড়ো চিরকুট এসেছে। মঙ্গল শোভাযাত্রায় হামলা করার হুমকি দেওয়া হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি।’

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles