18.3 C
Toronto
শুক্রবার, মে ২, ২০২৫

আমি রোজা পালন করতে চাই, যাতে পাপমোচন হয়: রাখি

আমি রোজা পালন করতে চাই, যাতে পাপমোচন হয়: রাখি - the Bengali Times
অভিনেত্রী রাখি সাওয়ান্ত

বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল ডুরানির নামে মামলা করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এ মামলায় আদিলকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন আদিল।

কয়েক মাস আগে জানা যায়, আদিলকে বিয়ে করেছেন রাখি সাওয়ান্ত। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া রাখি-আদিলের বিয়ের কিছু কাগজপত্র থেকে জানা যায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাখি। শুরুতে এ বিষয়ে পুরোপুরি মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। সম্প্রতি রাখি পরিষ্কারভাবে জানান— ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি।

- Advertisement -

কয়েক দিন পরই শুরু হবে পবিত্র রমজান মাস। রমজান মাসের পরিকল্পনা জানিয়ে রাখি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘পুরো রমজান মাসের বিষয়ে সতর্ক থাকব। এ সময়ে জিমে যাব না। সারা দিন না খেয়ে থাকতে হবে। পুরো রমজানে নামাজ পড়ব।’

ওমরাহ করতে সৌদি আরবে যেতে চান রাখি সাওয়ান্ত। এজন্য এফিডেভিট করাতে দিয়েছেন। এসব তথ্য জানিয়ে রাখি সাওয়ান্ত বলেন, ‘আমি সঠিকভাবে রোজা পালন করতে চাই; যাতে আমার পাপমোচন হয়। রমজানে ওমরাহ করতে যেতে পারলে আমার ভাগ্য খুলে যাবে। ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তারপরও জানি না এফিডেভিট করাতে পারব কিনা।’

স্বামী আদিলের সঙ্গে তৈরি হয়েছে রাখির টানাপড়েন। এতে ব্যক্তিগত জীবনে ভেঙে পড়েন রাখি। কিন্তু এসব পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। এ বিষয়ে রাখি সাওয়ান্ত বলেন, ‘আমি আর কাঁদতে চাই না, পূর্বের মতো আনন্দে বাঁচতে চাই। জীবন সুন্দর! আমি আবারো ঘুরে দাঁড়াতে চাই। যে চলে গেছে তার জন্য কেঁদে লাভ নেই। হাসি-খুশি রাখি সাওয়ান্তকে আপনারা খুঁজে পাবেন।’

- Advertisement -

Related Articles

Latest Articles