11 C
Toronto
শুক্রবার, মে ২, ২০২৫

ইউটিউবে জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচারের দায়ে আটক প্রত্যয় হিরণ

ইউটিউবে জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচারের দায়ে আটক প্রত্যয় হিরণ - the Bengali Times

জুয়ার প্রচারণার দায়ে ইউটিউবার প্রত্যয় হিরণকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার সঙ্গে দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

গ্রেপ্তারকৃত বাকি দুজন হলেন রায়হান সরকার বিশাল ও আবদুল হামিদ। তাদের কাছ থেকে তিনটি মোবাইল, তিনটি সিম, একটি ট্যাব ও একটি হার্ডডিস্ক জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক জুয়ার সাইটের প্রচারণা করে ইউটিউব ভিডিও বানাতেন তারা। এজেন্টের মাধ্যমে তারা বিদেশি জুয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপনও চালাতেন। এ নিয়ে রমনা থানায় একটি মামলা করে পুলিশ। এরপর তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি বলছে, প্রত্যয় হিরণ জুয়ার সাইট ওয়ানএক্সবেট, বাবুএইটিএইট, ক্রিকেক্সের প্রচারণা চালাতেন। এ জন্য প্রতি ভিডিওতে তিনি নিতেন এক লাখ ১০ হাজার টাকা।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও’র ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনী সংলাপ দেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। বিশেষ করে ইউটিউব-ফেসবুকের ভিডিওতে নতুন এ ধারার প্রচলন শুরু হয়েছে। এর মাধ্যমে জুয়ার বিজ্ঞাপনও প্রচার করছেন অনেকে। এরমধ্যে ‘আজাইরা লিমিটেড’ নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে। যাদের সাবস্ক্রাইবার প্রায় সাড়ে চার মিলিয়ন।

- Advertisement -

Related Articles

Latest Articles