7.6 C
Toronto
শুক্রবার, মে ২, ২০২৫

শাসনের নামে কর্মীদের জুতাপেটা করলেন ছাত্রলীগ নেতা

শাসনের নামে কর্মীদের জুতাপেটা করলেন ছাত্রলীগ নেতা - the Bengali Times
ছবি সংগৃহীত

র‌্যালিতে ছাত্রলীগ কর্মীদের জুতা দিয়ে পিটিয়েছেন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান। শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীতে এই ঘটনা ঘটে। প্রকাশ্যে নিজ কর্মীদের জুতাপেটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

রাজীব হোসেন খান জানান, তিনি তার কর্মীদের শাসন করেছেন মাত্র।

- Advertisement -

তাবে ছাত্রলীগের বর্তমান ও সাবেকরা বলছেন, জুনিয়ারদের শৃঙ্খলা শেখাবেন, শাসন করবেন, কিন্তু সেটা প্রকাশ্যে জুতাপেটা করে নয়।

পার্বত্য শান্তি চুক্তির রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত র‌্যালির ভিডিওতে দেখা যায়, ফজলুল হক এভিনিউ এলাকা অতিক্রম করা সময় রাজীব হোসেনের নেতৃত্বে খণ্ড র‌্যালিটির দ্বিতীয় সারিতে থাকা কর্মীদের দিকে জুতা হাতে নিয়ে ছুটে যান তিনি। সেই জুতা দিয়ে ছাত্রলীগের কর্মীদের মারধর করেন। পরে আবার র‌্যালি নিয়ে নগর ভবনের দিকে চলে যান রাজীব। র‌্যালির সামনের অংশে ছিলেন ছাত্রলীগের নারীকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলা ও মহানগর ছাত্রলীগের নেতারা বলেন, ছাত্রলীগ কর্মীরা বয়সে অনেক ছোট। তাদের প্রকাশ্যে মারধর কিংবা জুতাপেটা করা ঠিক হয়নি।

রাজীব হোসেন খান বলেন, ‘আমার লোকজনকে আমি একটু শাসন করেছি। আমাদের নেতারাও তো আমাদের শাসন করেন। এটা তেমন কিছু না। ’

- Advertisement -

Related Articles

Latest Articles