7 C
Toronto
রবিবার, মে ৪, ২০২৫

মাথিরা : পাকিস্তানের অ্যাঞ্জেলিনা জোলি

মাথিরা : পাকিস্তানের অ্যাঞ্জেলিনা জোলি - the Bengali Times
মাথিরা মোহাম্মদ

বলিউডের বহু অভিনেত্রী আলোচনায় থাকেন নিত্যদিনই। বহু তারকাকে সোশাল মিডিয়ায় সাহসী ছবি পোস্ট করে আলোচনায় উঠে আসতে দেখা যায়। তবে পাকিস্তানেও এমন বেশকিছু অভিনেত্রী আছেন, যারা সৌন্দর্যে বলিউডের বহু তারকাকেই হার মানান।

এমনই একজন মাথিরা মোহাম্মদ। পাকিস্তানের এই অভিনেত্রী প্রতিদিনই আলোচনায় থাকেন। প্রায় দিনই সোশাল মিডিয়া প্লাটফর্মে সাহসী ছবি পোস্ট করতে দেখা যায় মাথিরাকে। তাকে বলা হয় পাকিস্তানের ‘অ্যাঞ্জেলিনা জোলি’। অনেকে আখ্যা দিয়েছেন ‘বোল্ডেস্ট বম্বশেল’।

- Advertisement -

সোশাল মিডিয়ায় মাথিরা মোহাম্মদের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। ইনস্টাগ্রামে মাথিরার অনুরাগীর সংখ্যা প্রায় ২.১ মিলিয়ন। শুধু পাকিস্তান নয়, ভারতেও বহু ফলোয়ার আছে তার।

তবে শুধু সাহসী ছবিই নয়, ব্যক্তিগত জীবনও মাথিরা স্পষ্ট বক্তা বলে পরিচিত। যে কারণে সোশাল মিডিয়ায় বহুবার ট্রোলডও হতে হয়েছে তাকে। কিছুদিন আগে নিজের সোশাল মিডিয়ায় মাথিরা লিখেছিলেন, তার সালোয়ার-কুর্তা পরতে সমস্যা হয়। এমন মন্তব্যের জন্য তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles