17.5 C
Toronto
মঙ্গলবার, মে ৬, ২০২৫

স্বামীকে বিষ প্রয়োগ, গোপন ক্যামেরায় ধরা

স্বামীকে বিষ প্রয়োগ, গোপন ক্যামেরায় ধরা - the Bengali Times
অভিযুক্ত স্ত্রী ইউ এমিলি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক চিকিৎসক তার স্ত্রীর কর্মকাণ্ড দেখতে বাড়ির রান্নাঘরে গোপন ক্যামেরা বসিয়েছিলেন। আর তাতেই ধরা পড়ে, স্বামীর লেবুর শরবতে বিষ মেশাচ্ছেন স্ত্রী! বিষ হিসেবে তিনি মিশিয়েছিলেন ড্রেন পরিষ্কারের উপাদান। এমনই অভিযোগের পক্ষে প্রমাণ আদালতে দেখানো হয়। তার স্ত্রী নিজেও চিকিৎসক, একজন চর্মরোগ বিশেষজ্ঞ।

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, অসুস্থ চিকিৎসক স্বামী জ্যাক চ্যান স্ত্রী ইউ এমিলিকে গোপনে ভিডিও করেছিলেন। তিনি সন্দেহ করেছিলেন, তার পানীয়তে বিষ মেশানো হচ্ছে। পরে ইরভিন অরেঞ্জ কাউন্টির পুলিশকে সেই ভিডিও ফুটেজ দিয়েছিলেন স্বামী জ্যাক চ্যান। এরপর তার স্ত্রীকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।

- Advertisement -

অরেঞ্জ কাউন্টি জেলের রেকর্ড অনুসারে, ৩০ হাজার ডলার মুচলেকা নিয়ে এমিলিকে মুক্তি দেওয়া হয়। এখনো তাকে এই অপরাধমূলক কাজের জন্য অভিযুক্ত করা হয়নি।

জ্যাক চ্যান অভিযোগ করেন, স্ত্রী ইউ এমিলি তার এবং তাদের দুই সন্তানের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। তিনি আদালতে বলেন, “যখন এমিলি হতাশ হতো, তখন বাচ্চাদের সঙ্গে চিৎকার শুরু করত। চাইনিজ ভাষায় বলত ‘মরে যা’। গালাগালিও করত। ”

পুলিশ বলেছে, ড্রেন পরিষ্কার করার উপাদান খেয়ে জ্যাক চ্যান খুব অসুস্থ হয়ে পড়েছেন।

চ্যান এখন বিবাহবিচ্ছেদ চাইছেন। ২০১১ সালে মিস ইউয়ের সাথে দেখা হয় চ্যানের এবং পরের বছর তারা বিয়ে করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles