8.9 C
Toronto
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

ইউক্রেন যুদ্ধের মূল উসকানিদাতা যুক্তরাষ্ট্র : চীন

ইউক্রেন যুদ্ধের মূল উসকানিদাতা যুক্তরাষ্ট্র : চীন - the Bengali Times

মস্কোয় নিয়োজিত চীনের রাষ্ট্রদূত ঝাং হানহুই বলেছেন, ইউক্রেনে প্রধান উসকানিদাতা যুক্তরাষ্ট্র। রুশ রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাসে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি।

- Advertisement -

চীনের রাষ্ট্রদূত ঝাং বলেন, ন্যাটোর সম্প্রসারণ এবং ইইউপন্থীদের সমর্থন রাশিয়ার দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। তিনি বলেন, ইউক্রেন সংকটের সূচনাকারী এবং উসকানিদাতা ওয়াশিংটন। একদিকে তারা রাশিয়ার ওপর নজিরবিহীন ব্যাপক নিষেধাজ্ঞা দিচ্ছে অন্যদিকে ইউক্রেনে তারা অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে।

চীনের রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের প্রকৃত লক্ষ্য- যুদ্ধ দীর্ঘ করা এবং নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়াকে ধ্বংস এবং নিঃশ্বেষ করে দেওয়া।

রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, মস্কো এবং বেইজিংয়ের সম্পর্ক ইতিহাসের সর্বোত্তম সময়ে প্রবেশ করেছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরেরও সমালোচনা করেন। ঝাং হানহুই বলেন, স্নায়ুযুদ্ধের মানসিকতা বাঁচিয়ে রাখতে ওয়াশিংটন ইউক্রেন এবং তাইওয়ানে একই কৌশল প্রয়োগ করছে। শক্তিধর দেশগুলোকে যুক্তরাষ্ট্র সংঘাতে লিপ্ত হওয়ার উসকানি দিচ্ছে।

সূত্র: বিবিসি

- Advertisement -

Related Articles

Latest Articles