9.7 C
Toronto
বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

পণ্য বিক্রি শুরু করল টিসিবি, অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন বাণিজ্যমন্ত্রী

পণ্য বিক্রি শুরু করল টিসিবি, অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন বাণিজ্যমন্ত্রী - the Bengali Times

শোকাবহ আগস্টে দেশের ১ কোটি ১ লাখ নিম্ন আয়ের পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। টিসিবির পণ্য বিক্রিতে কোনো ধরনের অনিয়ম ও কারসাজি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে হুঁশিয়ার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপ মুনশি।

- Advertisement -

মঙ্গলবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এ সময় বাণিজ্যমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকিমূল্যে ১ কোটি পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হবে। কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে। টিসিবি থেকে প্রতি লিটার সয়াবিন তেল কেনা যাবে ১১০ টাকায়। আর প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকায় মিলবে।

এর আগে মে মাসে পণ্য বিক্রির ঘোষণা দিয়ে তা স্থগিত করেছিল টিসিবি। ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শেষ না হওয়ায় তখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানায় সংস্থাটি। সবশেষ টিসিবির সেই পণ্য বিক্রির কার্যক্রম আবারো শুরু হলো। পুরো আগস্ট মাস জুড়ে সারাদেশে এই কার্যক্রম চলবে।

সূত্র : আরটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles