9 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ‘আমার পেটে লিংকনের সন্তান’

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ‘আমার পেটে লিংকনের সন্তান’ - the Bengali Times

ঝিনাইদহের সদর উপজেলার বামনাইল গ্রামে বিথি খাতুন নামে এক তরুণী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। বিথির বাড়ি কোটচাঁদপুর উপজেলায়।

- Advertisement -

গ্রামবাসী জানায়, প্রেমের সূত্র ধরে বামনাইল গ্রামের অমৃত বিশ্বাসের ছেলে লিংকনের বাড়িতে বুধবার (২৭ জুলাই) সকাল থেকে অবস্থান করছেন বিথি। শুধু অবস্থানই নয়, বিয়ে না করা পর্যন্ত তিনি অনশন করে যাবেন।

বিথী খাতুন বলেন, আমি মুসলিম সম্প্রদায়ের অসহায় গরিব পরিবারের মেয়ে। আমার পেটে লিংকনের বাচ্চা। আমি ওর সন্তানের মা হতে চলেছি। আমি লাশ হয়ে ফিরব, কিন্তু ঘরে ফিরব না।

বিথি বলেন, আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে লিংকন সম্পর্ক করে এখন নয়ছয় শুরু করছে।

এদিকে গ্রামবাসী জানিয়েছে, বিথি খাতুন আসার আগেই লিংকন ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন।

সূত্র: ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Related Articles

Latest Articles