10.5 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

স্বামীর ‘চুরি’র অভিযোগের কড়া জবাব দিলেন ইউক্রেনের তরুণী সোফিয়া

স্বামীর ‘চুরি’র অভিযোগের কড়া জবাব দিলেন ইউক্রেনের তরুণী সোফিয়া - the Bengali Times
সোফিয়া ও টনি

রাশিয়া হামলার চালানোর পর জার্মানি হয়ে ব্রিটেনে এসেছিলেন ইউক্রেনের ২২ বছরের তরুণী সোফিয়া কার্কাদিম। সেখানে টনি হারনেট (২৯) ও তার স্ত্রী লর্না (২৮) সোফিয়াকে আশ্রয় দিয়েছিল। কিন্তু দ্রুতই সোফিয়ার সঙ্গে সম্পর্ক তিক্ত হয় লর্না। সোফিয়া ও স্বামীর অন্তরঙ্গতাও মেনে নিতে পারেননি লর্না।

পরে লরার নির্দেশে ১০ দিনের মাথায় তার বাড়ি ছাড়েন সোফিয়া। সোফিয়াকে বাড়ি থেকে বের করার নির্দেশ দিয়ে চমকে যান লর্না। কারণ তার স্বামীও সোফিয়ার সঙ্গে ঘর ছেড়ে চলে যান। এরপরই সোফিয়ার বিরুদ্ধে আরেকজনের স্বামী ‌‘চু‌রি’র অভিযোগ উঠেছে।

- Advertisement -

ইনস্টাগ্রামে এমন অভিযোগের কড়া জবাব দিয়েছেন সোফিয়া। তিনি লিখেছেন, ‘সুখী পরিবারের কাউকে আমি ১০ দিনেই অপহরণ করবো কীভাবে! আর ২৯ বছর বয়সী একজন পুরুষের প্রেমে পড়ার অধিকার আছে। কার সাথে সে থাকবে তা বেছে নেওয়ার অধিকার রয়েছে।’ সোফিয়া আরও জানান, ‘তিনি ও টনি ভালো আছেন।’
এদিকে, টনি হারনেট জানিয়েছেন, তিনি সোফিয়ার সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে বিষয়ে পরিকল্পনা করছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles