14.9 C
Toronto
সোমবার, মে ১২, ২০২৫

নায়িকা-নির্মাতার প্রেম, গুঞ্জনই কি সত্যি হচ্ছে

নায়িকা-নির্মাতার প্রেম, গুঞ্জনই কি সত্যি হচ্ছে - the Bengali Times
নির্মাতা রায়হান রাফি ও তমা মির্জা ছবি ভিডিও থেকে নেওয়া

শোবিজ পাড়ায় নায়িকা বা অভিনেত্রীর সঙ্গে নির্মাতার প্রেম-এমন গুঞ্জন প্রায়ই শোনা যায়। আর বরাবরই বিষয়টি নিয়ে তারা বলে থাকেন ‘আমরা ভালো বন্ধু’! সেই ভালো বন্ধুই আবার প্রেমিক-প্রেমিকা হিসেবে ধরা দেয় সবার সামনে। বেশ কিছুদিন ধরেই তরুণ নির্মাতা রায়হান রাফি ও তমা মির্জার প্রেমের গুঞ্জন চলছে সিনেমাপাড়ায়।

আজ বুধবার নায়িকা তমা মির্জার জন্মদিন। বিশেষ এই দিনে তাদের প্রেমের গুঞ্জন আরও উসকে দিলেন রাফি-তমা। জন্মদিনের প্রথম প্রহরে রাফি কেক কেটে শুভেচ্ছা জানান প্রিয় মানুষটিকে। ফেসবুকে প্রকাশ করেন একটি ভিডিও। এর ক্যাপশন দিয়েছেন, ‘আমার সমস্ত হৃদয় দিয়ে আমি চাই তোমার সুখে ভরা একটি দিন এবং সামনে একটি আনন্দময় বছর। শুভ জন্মদিন তমা মির্জা।’

- Advertisement -

নায়িকার নামের পাশে দিয়েছেন লাভ ইমো। আর ভিডিওতে দেখা যায়, কেক কাটা শেষে তমা ও রাফি পরস্পরকে জড়িয়ে ধরেন।

ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করেছেন তমা। লিখেছেন, ‘ধন্যবাদ রায়হান রাফি। তোমাকে দিয়ে জন্মদিন সেলিব্রেশন শুরু… আর এখন চলছে চলবে …।’

এদিকে, তমা মির্জা বর্তমানে ওয়েব সিরিজ নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। তমা অভিনীত ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্লোর নম্বর ৭’ ওয়েব ফিল্ম দুটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। এই ফিল্ম দুটির পরিচালক ছিলেন রায়হান রাফি।

- Advertisement -

Related Articles

Latest Articles