2 C
Toronto
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

বারমুডায় ‘ডেভিলস ট্রায়াঙ্গলে’ জাহাজ ডুবলে টাকা ফেরত!

বারমুডায় ‘ডেভিলস ট্রায়াঙ্গলে’ জাহাজ ডুবলে টাকা ফেরত! - the Bengali Times
ডেভিলস ট্রায়াঙ্গল প্রতীকী ছবি

বারমুডা ট্রায়াঙ্গল আজও এক রহস্য। বলা হয়, এই জায়গায় গেলে আর রক্ষা নেই। বহু জাহাজ আর বিমান ধ্বংস হয়েছে সেখানে। এটা নাকি না ফেরার দেশ। ‘ডেভিলস ট্রায়াঙ্গল’ নামে খ্যাত সেই বারমুডা ট্রায়াঙ্গলেই ভ্রমণের আয়োজন করেছে ক্রুজ সংস্থা নরওয়েজিয়ান প্রাইমা লাইনার। দু’দিনের সফরে প্রতি যাত্রীর খরচ ১ হাজার ৪৫০ পাউন্ড (১ লাখ ৬০ হাজার টাকা)। সঙ্গে সংস্থাটি একটি অভিনব প্রস্তাবও দিয়েছে। খবর এনডিটিভির।

প্রাইমা তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘এই সফরে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। ওই জায়গা থেকে সশরীরে ফেরত আসার ১০০ শতাংশ গ্যারান্টি দেওয়া হচ্ছে। যদি ফিরতে না পারেন তাহলে যাত্রীদের পুরো টাকাই ফেরত দেওয়া হবে।

- Advertisement -

তবে প্রশ্ন একটাই- জাহাজ সেখানে হারিয়ে গেলে টাকা ফেরত নেবেন কি নিখোঁজ যাত্রীরা?

বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে নানা কল্পকাহিনি প্রচলিত থাকলেও ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিজ্ঞানী কার্লস ক্রুসজেলনিকি দাবি করেছিলেন, এর রহস্য উদ্ঘাটন করে ফেলেছেন। তিনি জানান, বস্তুত কোনো রহস্যই নেই। সেখানে যা ঘটেছে তা মানুষের ভুল এবং খারাপ আবহাওয়ার ফল। আটলান্টিক মহাসাগরে আমেরিকার দক্ষিণ-পূর্ব উপকূলে বারমুডা, ফ্লোরিডা এবং পুয়ের্তো রিকোর মাঝামাঝি জায়গা বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত।

- Advertisement -

Related Articles

Latest Articles