1.5 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আবদুল মুহিতের শূন্যতা পূরণ হওয়ার নয়: জিএম কাদের

আবদুল মুহিতের শূন্যতা পূরণ হওয়ার নয়: জিএম কাদের - the Bengali Times

সাবেক অর্থমন্ত্রী, ভাষা সৈনিক আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

- Advertisement -

এক শোক বার্তায় প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো শোক বার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের অর্থনীতির ভীত মজবুত করতে আবুল মাল আবদুল মুহিতের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একজন অর্থমন্ত্রী হিসেবে তিনি ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের ঐতিহাসিক উন্নয়ন কর্মকাণ্ডে অর্থ ও পরিকল্পনামন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত অসামান্য অবদান রেখেছেন। পাকিস্তান জাতীয় কংগ্রেসে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের বৈষম্যের চিত্র প্রতিবেদন আকারে তুলে ধরে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সরকারের চাকরি ইস্তফা দিয়ে অস্থায়ী সরকারের কর্মকাণ্ডে দেশ প্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশ ও পরিবেশ রক্ষার স্বার্থে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বা পা) প্রতিষ্ঠা করেছিলেন আবুল মাল আবদুল মুহিত।

জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে দেশ এক অকৃত্রিম অভিভাবক হারাল। আবুল মাল আবদুল মুহিতের শূন্যতা পূরণ হওয়ার নয়।

আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

সূত্র : যুগান্তর

- Advertisement -

Related Articles

Latest Articles