7.4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

১১ এপ্রিল: ইতিহাসের পাতায় নানা ঘটনা

১১ এপ্রিল: ইতিহাসের পাতায় নানা ঘটনা - the Bengali Times
ফাইল ছবি

বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ঘটনা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।

আজ ১১ এপ্রিল ২০২২, সোমবার। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ ঘটে যাওয়া ঘটনা।

- Advertisement -

ঘটনাবলি:
১২৪১ : মোতীর লড়াইয়ে বাতু খান হাঙ্গেরির বালা চতুর্থকে পরাজিত করেছিলেন।
১৫১২ : ক্যামব্রাই লিগের যুদ্ধ: গ্যাস্টন ডি ফিক্স এবং আলফোনসোর নেতৃত্বে ফ্রাঙ্কো-ফেরেরেস বাহিনী প্যাপাল-স্প্যানিশ বাহিনীর বিরুদ্ধে রাভেনার যুদ্ধ জিতেছিল।
১৬৮৯ : তৃতীয় উইলিয়াম এবং দ্বিতীয় মেরি গ্রেট ব্রিটেনের যৌথ সার্বভৌম হিসেবে অভিষেকপ্রাপ্ত। ১৭১৩ : স্প্যানিশ উত্তরাধিকারের যুদ্ধ (কুইন অ্যানের যুদ্ধ): ইউট্রেচের চুক্তি।
১৭২৭ : লেপজিগের সেন্ট টমাস চার্চে জোহান সেবাস্তিয়ান বাচের সেন্ট ম্যাথিউ প্যাশন বিডাব্লুভিউ ২৪৪ বি-র প্রিমিয়ার।
১৮০৯ : বাস্ক রোডসের যুদ্ধে ফরাসি বহরের ওপর একটি অসম্পূর্ণ ব্রিটিশ জেমস, লর্ড গাম্বিয়ারের কোর্ট মার্শালের ফলাফল।
১৮১৪ : ফন্টেইনব্লেউ চুক্তি নেপোলিয়ন বোনাপার্টের বিরুদ্ধে ষষ্ঠ জোটের যুদ্ধ সমাপ্ত করে এবং তাকে প্রথমবারের মতো নিঃশর্ত পদত্যাগ করতে বাধ্য করে।
১৮৫৬ : রিভাসের দ্বিতীয় যুদ্ধ: হুয়ান সান্টামারিয়া হোস্টেলটি পুড়িয়ে দিয়েছে, যেখানে উইলিয়াম ওয়াকারের ফিলিস্ত্রিরা আটকানো হয়েছিল।
১৮৫৯ : ফ্রান্সের বিশিষ্ট শিল্পী ও পদার্থবিজ্ঞানী ফার্ডিনান্ড কাররে ‘কৃত্রিমভাবে ঠান্ডা উৎপাদন করার যন্ত্র’ আবিষ্কার করেন।
১৮৬১ : যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হয়।
১৮৬৮ : সাবেক শাগুন টোকুগাওয়া যোশিনোবু এডো ক্যাসেলকে সাম্রাজ্য বাহিনীর কাছে সমর্পণ করেছিলেন, টোকুগাওয়া শোগুনেটের শেষের দিকে চিহ্নিত করে।
১৮৭৬ :​ উপকারী এবং প্রতিরক্ষামূলক অর্ডার অব এলকস সজ্জিত।
১৮৮১ : স্পেলম্যান কলেজ আটলান্টা, জর্জিয়া আটলান্টা ব্যাপটিস্ট মহিলা সেমিনারি হিসেবে প্রতিষ্ঠিত, আফ্রিকান-আমেরিকান নারীদের জন্য উচ্চশিক্ষার একটি ইনস্টিটিউট।

১৮৯৯ : যুক্তরাষ্ট্র স্পেনের সঙ্গে যুদ্ধের পর স্বাক্ষরিত ‘প্যারিস চুক্তি’ অনুসারে ফিলিপাইনকে নিজেদের দখলে নেয়।
১৯০৫ : আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্ব (থিওরি অব রিলেটিভিটি) প্রকাশ করেন।
১৯০৮ : ইম্পেরিয়াল জার্মান নেভি দ্বারা নির্মিত সর্বশেষ সাঁজোয়া ক্রুজার এসএমএস ব্লুচার চালু হয়েছিল।
১৯০৯ : তেল আবিব শহরটি প্রতিষ্ঠিত হয়।
১৯১৯ : আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯২১ : আমির আবদুল্লাহ সদ্য নির্মিত ব্রিটিশ সুরক্ষিত ট্রান্সজোরডানে প্রথম কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা করেন।
১৯৩১ : আজকের দিনে বাংলা চলচ্চিত্র জগতে অমর চৌধুরী পরিচালিত, মদন থিয়েটার কোম্পানির প্রযোজনায় সৃষ্ট প্রথম স্বল্পদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী মুক্তি পায়।
১৯৩৫ : স্ট্রেসা ফ্রন্ট: ভার্সাই চুক্তির জার্মান লঙ্ঘনের নিন্দা করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী র‌্যামসে ম্যাকডোনাল্ড, ইতালিয়ান প্রধানমন্ত্রী বেনিটো মুসোলিনি এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী পিয়েরে লাভালের মধ্যে সম্মেলনের উদ্বোধন।
১৯৪৫ : দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মার্কিন বাহিনী বুখেনওয়াল্ড ঘনত্ব শিবিরকে স্বাধীন করেছিল।
১৯৫১ : কোরিয়ান যুদ্ধ: রাষ্ট্রপতি ট্রুমান ডগলাস ম্যাক আর্থারকে কোরিয়া এবং জাপানে মার্কিন বাহিনীর কমান্ড থেকে মুক্তি দিয়েছিলেন।
১৯৫১ : স্টোন অব স্কোন, যে পাথরটির ওপর স্কটিশ রাজতন্ত্ররা ঐতিহ্যমুখী মুকুট পরেছিল, এটি আরব্রোথ অ্যাবেয়ের বেদির সাইটে পাওয়া যায়। এটি স্কটিশ জাতীয়তাবাদী শিক্ষার্থীরা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জায়গা থেকে নিয়েছিল।
১৯৫৭ : ইংল্যান্ড সিঙ্গাপুরের স্বায়ত্তশাসন মেনে নেয়।
১৯৬১ : জেরুজালেমে অ্যাডলফ আইকম্যানের বিচার শুরু।
১৯৭০ : এপোলো ১৩ উৎক্ষেপণ করা হয়।
১৯৭৬ : অ্যাপল-এর প্রতিষ্ঠা হয়।
১৯৯১ : ৮৬ দিন পর উপসাগরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটে।
১৯৯৩ : ঢাকায় সাউথ এশিয়ান প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (সাপটা) স্বাক্ষরিত হয়।
২০১৫ : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

জন্ম:
১০৪৫ : সেপ্টিমিউস সেভেরাস, রোমান সম্রাট।
১৭৫৫ : জেমস পার্কিনসন, পার্কিনসন রোগের উদ্ভাবক।
১৭৭০ : জর্জ ক্যানিং, ইংরেজ আইনজীবী, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
১৮২৫ : ফের্দিনান্দ লাসালে, একজন জার্মান বিচারক, দার্শনিক এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মী।
১৮৬৯ : কস্তুরবা গান্ধী, ভারতের স্বাধীনতাসংগ্রামের এক বিপ্লবী ও মহাত্মা গান্ধীর পত্নী।
১৮৬৯ : গুস্তাভ ভিগেলান্ড, নরওয়েজিয়ান ভাস্কর ও নোবেল শান্তি পুরস্কার পদক ডিজাইনার।
১৮৮৭ : যামিনী রায় ভারতীয় চিত্রশিল্পী ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় অনুগামী।
১৮৯৩ : ডিন আচেসন, মার্কিন আইনজীবী, রাজনীতিবিদ ও ৫১তম রাজ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
১৯০৪ : কুন্দনলাল সায়গল ভারতীয় সংগীত শিল্পী ও অভিনেতা।
১৯১১ : খ্যাতনামা ভারতীয় বাঙালি সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক অনুপম ঘটক।
১৯২০ : এমিলিও কলম্বো, ইতালীয় আইনজীবী, রাজনীতিবিদ ও ৪০তম প্রধানমন্ত্রী।
১৯৫৩ : অ্যান্ড্রু ওয়াইল্‌স, ইংরেজ গণিতবিদ।
১৯৫৩ : গায় ভেরহফস্টাডট, বেলজিয়ান রাজনীতিবিদ ও ৪৭তম প্রধানমন্ত্রী।
১৯৬৩ : বিলি বাউডেন, নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার।
১৯৭৪ : আলেক্স করেটজে, স্প্যানিশ সাবেক টেনিস খেলোয়াড় ও কোচ।
১৯৮০ : কেইজি টামাডা, জাপানের ফুটবলার।
১৯৮১ : আলেসান্ড্রা আম্ত্রসিও, ব্রাজিলের মডেল ও অভিনেত্রী।
১৯৮২ : ইয়ান বেল, ইংরেজ ক্রিকেটার।
১৯৯১ : থিয়াগো আলকান্তারা, স্প্যানিশ ফুটবল খেলোয়াড়।

মৃত্যু:
১০৩৪ : রোমানোস তৃতীয় আর্গয়রস, বাইজেন্টাইন সম্রাট।
১৭৯৪ : কার্ল উইলহ্যাম রামলার, একজন জার্মান কবি।
১৮৯৫ : ইউলিয়ুস লোটার মাইয়ার, জার্মান রসায়নবিদ।
১৯২০ : বাঙালি লেখিকা শরৎকুমারী চৌধুরানী।
১৯২৬ : লুথার বুরবাঙ্ক, মার্কিন উদ্ভিদবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
১৯৭৭ : জ্যাক প্রেভেরট, ফরাসি কবি ও চিত্রনাট্যকার।
১৯৮৩ : দোলোরেস দেল রিও, মেক্সিকান অভিনেত্রী।
১৯৮৫ : ইনভের হক্সহা, আলবেনীয় শিক্ষাব্রতী, রাজনীতিবিদ ও ২১তম প্রধানমন্ত্রী।
১৯৮৭ : এরিকসন কডওয়েল, মার্কিন ঔপন্যাসিক।
২০০৫ : লুচিয়েন লরেন্ট, ফরাসি ফুটবল খেলোয়াড়।
২০০৭ : কার্ট ভনেগাট, মার্কিন ঔপন্যাসিক, গল্পকার ও নাট্যকার।
২০১২ : আহমেদ বেন বিল্লা, আলজেরিয়ার সৈনিক, রাজনৈতিক ও প্রথম প্রেসিডেন্ট।
২০১৩ : জনাথন উইনটার্স, মার্কিন কৌতুক অভিনেতা, অভিনেতা ও চিত্রনাট্যকার।
২০২১ : একুশে পদকে সম্মানিত বাংলাদেশি রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক।

 

- Advertisement -

Related Articles

Latest Articles