11.4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

বৃহস্পতির চাঁদ ইউরোপায় পৃথিবীর চেয়েও বড় মহাসাগর

বৃহস্পতির চাঁদ ইউরোপায় পৃথিবীর চেয়েও বড় মহাসাগর - the Bengali Times
ছবি সংগৃহীত

সৌরমণ্ডলে অন্য গ্রহ বা উপগ্রহে প্রাণ থাকার সম্ভাবনা আরও জোরালো হলো। গবেষণায় জানা গেছে, পৃথিবীর মহাসাগরগুলোতে যত পানি আছে তার চেয়ে ঢের বেশি আছে বৃহস্পতির চাঁদ ইউরোপায়।

মহাসাগরগুলো রয়েছে ইউরোপার বরফের নিচে। প্রাণের সৃষ্টি ও বিকাশের জন্য যে রাসায়নিক উপাদানগুলোর প্রয়োজন বেশি, তাও রয়েছে ইউরোপার মহাসাগরে। সেখানে অক্সিজেনও রয়েছে প্রচুর পরিমাণে। বিশেষ প্রক্রিয়ায় অক্সিজেন বরফের নিচে নিয়ে গিয়ে মিশছে পানির মহাসাগরে। উপরে জমা অক্সিজেনের ৮৬ শতাংশই পৌঁছে যাচ্ছে মহাসাগরগুলোতে। বৃহস্পতির অনেকগুলো চাঁদের একটি হচ্ছে ইউরোপা।

- Advertisement -

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক মার্ক হেসির নেতৃত্বে চালানো গবেষণায় জানা গেছে, চাঁদের টানে যেমন পৃথিবীতে জোয়ার-ভাটা হয় তেমনই আকারে খুব বড় ও ভারী গ্রহ বৃহস্পতির অত্যন্ত জোরালো অভিকর্ষ বলের টানই ইউরোপায় প্রাণকে টিকে থাকার প্রয়োজনীয় শক্তি জোগাতে পারে। সেই টানই পুরু বরফে মোড়া ইউরোপার অন্দরকে উষ্ণ থাকতে সাহায্য করে। এজন্য বরফে মোড়ানো থাকলেও ইউরোপার মহাসাগরগুলোর পানি কনকনে ঠান্ডায় জমে বরফে পরিণত হয় না।

- Advertisement -

Related Articles

Latest Articles