7.6 C
Toronto
শুক্রবার, মে ২, ২০২৫

রাস্তায় ভিক্ষা করতেন, তার ব্যাংক অ্যাকাউন্টে মিললো লাখ লাখ টাকা‍!

রাস্তায় ভিক্ষা করতেন, তার ব্যাংক অ্যাকাউন্টে মিললো লাখ লাখ টাকা‍! - the Bengali Times
ছবি সংগৃহীত

যাকে আপনি অসহায় ভেবে খুচরো কিছু পয়সা দিয়েছেন, পরে জানতে পারলেন সে আপনার চেয়ে বেশি সম্পদশালী। বিষয়টি কেমন না? সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়ায় এমনই এক মহিলার খোঁজ মিলেছে।

খান্ডোয়ার কোতোয়ালি থানার পাশেই ছিল ওই মহিলার আবাস। পরনে শতচ্ছিন্ন পোশাক, মাথায় উস্কোখুস্কো চুল। সকালে ভিক্ষার উদ্দেশে বের হতেন। সারা দিন ভিক্ষা করে রাতে ‌এসে থানার পাশে থাকা একটা অব্যবহৃত ট্রেকারের নীচে বিছানা পেতে শুয়ে পড়তেন।

- Advertisement -

জানা যায়, ওই মহিলার নাম শীলা জোশী। তিনি একসময় খান্ডোয়ার বিএসএনএল-এর পদস্থ কর্মী ছিলেন। ২০০৫ সালে কর্মজীবনের ইতি টানেন তিনি। তার ব্যাংক অ্যাকাউন্টে আছে প্রায় সাড়ে সাত লক্ষ রুপি। রয়েছে আরও অনেক ধরনের সম্পত্তি।

আরও পড়ুন: জানালা ভাঙার ক্ষতিপূরণ বাবদ ১৭ হাজার টাকা রেখে গেলো ‘মানবিক চোর’!

তবে তার এমন হালের পেছনের কারণ কি? সম্প্রতি ওই মহিলার ছেলে অরবিন্দ মায়ের খোঁজ পেয়ে খান্ডোয়ায় ছুটে আসেন। তিনি জানান, তার মা মানসিক ভারসাম্যহীন।

- Advertisement -

Related Articles

Latest Articles