কারাবন্দি আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তি দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।
আজ মঙ্গলবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বর্তমান সরকারের আমলে শহিদুল আলমের আটক থাকার ঘটনাটি 'খুবই উদ্বেগজনক এবং অবিলম্বে এই পরিস্থিতির ইতি ঘটা উচিত' বলে মনে করেন টিউলিপ সিদ্দিক।
‘দ্য টাইমস’ বলছে, শহিদুল আলম গ্রেফতারের ঘটনায় নিন্দা প্রকাশ করেছে বিশ্বের নানা প্রান্তের বিশিষ্ট জনেরা। এই তালিকায় এবার যুক্ত হলেন টিউলিপ সিদ্দিকও। তার আগে নোবেল বিজয়ী থেকে শুরু করে চলচ্চিত্র পরিচালক, অভিনেত্রী, শিল্পী, লেখক ও প্রভাবশালী ব্যবসায়ীরা শহিদুলের কারামুক্তির আহ্বান জানিয়েছেন।
টিউলিপ সিদ্দিকের বক্তব্য নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'বাংলাদেশকে তার নিজের নাগরিকদের বিচারের জন্য আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলতে হবে। আশা করি আমাদের পররাষ্ট্র দফতর বন্ধুপ্রতীম দেশ হিসেবে বাংলাদেশের কাছে এ ব্যাপারে দৃঢ় বার্তা পাঠাবে।'
এর আগে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনুস এবং অর্মত্য সেনসহ ১১ জন গত সপ্তাহের শেষের দিকে শহিদুল আলমের মুক্তির দাবিতে বিবৃতি প্রদান করেছেন। তবে ‘দ্য টাইমস’ জানিয়েছে, টিউলিপ সিদ্দিকের এই আহ্বানের বিষয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের কোনও শীর্ষ পর্যায়ের নেতা মন্তব্য করতে রাজি হননি।