জি-সেভেনের আউটরিচ সম্মেলনে যোগ দিতে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিনি রওয়ানা হন। প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান, বিদেশি কূটনীতিক ও সামরিক-বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৭জুন) সন্ধ্যা সাড়ে সাতটার কিছু পরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কানাডার পথে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এবারের সফরে রোহিঙ্গা সংকটের পাশাপাশি কানাডায় পলাতক বঙ্গবন্ধু হত্যা মামলার খুনি নূর চৌধুরীকে ফেরৎ নিয়ে আসার বিষয়েও বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে ১২ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।