সর্বংসহা আমার মা
মা তুমি নেই পাশে
শব্দরা থেমে আছে
নিশ্চুপ আমাদের গৌরব
প্রজাপতি বিকেলের
আলোঝরা মুকুলের
ফুলেরা ছড়ায় না কোন সৌরভ
তোমার চারপাশে অশুভ মায়া ভাসে
তাই আমি আজ বহুদূরে মা ।
তুমি আছো নিঃশ্বাসে
সত্যের বিশ্বাসে
আলো তুমি মা চির সুন্দর
জ্ঞানের আধার তুমি
অজানার জানা তুমি
অদেখার এক মেলবন্ধন ।
স্বপ্নে বিভোর হৃদি
এতটুকু হাঁসো যদি
কবিতা পায় নীল উপমা
তোমার হাসির মাধুরী মাগো
ব্যথা ভুলে বলে জাগো
মুখরিত হয় সুখ সুষমা ।
আজন্ম স্নেহের আবেশে
বেঁধেছো কোমল পরশে
দিয়েছো ধরিত্রীর আলো উত্তাপ
বর্ণ ভাষ্যর শব্দযোগে
শিক্ষা দিলে সত্যলোকে
তার বলে কথা বলি নিৰন্তৰ ।
ব্যথা কষ্ট তুচ্ছ করে করেছো লালন
উপেক্ষা করেছো সবই অন্যায় বাঁধন
আছো তুমি রোগশয্যায়
নিরবহ্রদয়ে জাগে শুধু ব্যাথার স্খলন
বুঝিনি মা কষ্টের কি গড়ন
হৃদয় উজাড় করে ভালোবাসি চিরতরে
অধম অক্ষম আমি
জানে শুধু অন্তর্যামী
আর জানে নিরবতার ক্ষণে রা
ক্ষমা করো ভুল আমার মনি মা
দু বাহু বাড়িয়ে দাও ধরো মোর
শান্তিস্নেহ শৃঙ্খলে।
হ্যালিফ্যাক্স, কানাডা
(আমার মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসারপ্রাপ্ত অধ্যাপক আয়েশা সুলতানা কে নিয়ে এই কবিতাটি লেখা)