জীবনে সমস্যা কার না রয়েছে? বাস্তু-মতে, যাবতীয় সমস্যার উৎসে রয়েছে বিভিন্ন প্রকারের নেগেটিভ এনার্জি। এই অশুভ শক্তিই ছোট থেকে বড়— নানা সমস্যা তৈরি করে আপনার জীবনে। এই সব সমস্যার সহজ সমাধানের কথাও জানায় বাস্তু।
বাস্তু-মতে, বিছানাই হল সেই জায়গা যেখানে মানুষ একটা লম্বা সময় স্থির হয়ে থাকে। এই কারণে বিছানাই বাস্তু-নির্দেশিত ক্রিয়াগুলি করার উপযুক্ত জায়গা। বাস্তু জানাচ্ছে, মাত্র ৬টি জিনিসকে আপনার বিছানায় রাখলে বহু অশান্তি থেকেই মু্ক্তি পাওয়া যায়। মনে রাখবেন, এই জিনিসগুলি আপনার বিছানার নিচে রাখবেন ২১ দিন।
• আপনার ক্রোধ আপনার প্রধান শত্রু। ক্রোধকে আপনার বশে রাখতে একখণ্ড রক্তচন্দন মাথার বালিশের নিচে রাখুন। খাটের নিচে একটা পানিভর্তি পাত্র রাখলে আরও ভাল কাজ দেয়।
• নিজের ইচ্ছাশক্তিকে বাড়ানোর জন্য রুপার পাত্রে পানি রেখে দেখতে পারেন। রুপার গয়না পরলেও কাজ হবে।
• অশুভ শক্তির প্রভাবে অনেক সময়েই সাহসের অভাব দেখা দেয়। সাহসকে ফিরে পেতে হলে এবং সেই সঙ্গে কুণ্ডলীদোষ থেকে মুক্তি পেতে বালিশের নিচে সোনা বা রুপার গয়না রাখুন। খাটের নিচে একটা ব্রোঞ্জের পাত্র রাখলে আরও দ্রুত কাজ হবে।
• সৌভাগ্যকে নিজের বশে রাখতে রুপার তৈরি একজোড়া মাছ বালিশের নিচে রাখুন।
• কুনজরকে প্রতিহত করতে পানিভর্তি একটা লোহার পাত্র খাটের নিচে রাখুন।
সূত্র: এবেলা