#MeToo বিতর্কে এবার মুখ খুললেন সালমানের বান্ধবী
দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
অ+ অ-প্রিন্ট
#MeToo বিতর্ক লণ্ডভণ্ড বলিউড৷ বলি অভিনেতা নানা পটেকর ও কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধে মুখ খুলে এই বিতর্কের সূত্রপাত করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ পরবর্তীকালে তালিকায় নাম ওঠে অভিনেতা অলোক নাথ থেকে শুরু করে গায়ক অনু মালিক ও পরিচালক সাজিদ খানের৷ তাঁদের বিরুদ্ধেও মুখ খোলেন একাধিক অভিনেত্রী৷ এবার এই #MeToo বিতর্কেই মুখ খুললেন বলিউডের ভাইজান তথা সলমন খানের বান্ধবী লুলিয়া ভান্তুর৷

একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন কেমন ভাবে এই বিতর্ক পুরুষ ও মহিলাদের মধ্যে দূরত্ব তৈরি করছে৷ তিনি বলেন, “আমি অনেক পুরুষকে বলতে শুনি, তাঁদের একজন মহিলাকে ভাল লাগে৷ কিন্তু ভয়ের চোটে তিনি মনের কথা সেই মহিলাকে বলতে পারছেন না৷ কারণ, তাঁর মনে ভয় রয়েছে৷ এভাবে চলতে থাকলে একদিন পুরুষ ও মহিলাদের মধ্যে দূরত্ব তৈরি হবে৷ ফলে #MeToo বিতর্ককে আমাদের সঠিক ভাবে কাজে লাগানো উচিত৷ আসল দোষীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং তাঁদের কুকর্ম সকলের সামনে আনা উচিত৷”

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “পুরুষরা খুবই সহায়ক৷ ফলে #MeToo অভিযানের ভুল ভাবে ব্যবহার করা আমাদের উচিত নয়৷ এই অভিযানকে সম্মান করা উচিত এবং একে সঠিক স্থানে ব্যবহার করা উচিত৷” শীঘ্রই বলিউডে এন্ট্রি নিতে চলেছেন লুলিয়া৷ মুক্তি পাবে তাঁর প্রথম হিন্দি সিনেমা ‘রাধা কিউ গোরি, ম্যায় কিউ কালা’৷

 

 

২২ নভেম্বর, ২০১৮ ২৩:৪০:১৯