বুম ছবিতে ডেবিউ করেছিলেন ক্যাটরিনা কাইফ। অমিতাভ বচ্চন ও গুলশন গ্রোভারের সঙ্গে দেখা গেছিল তাঁকে। ডেবিউ ছবিতেই ক্যাটরিনাকে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়েছিল গুলশনের সঙ্গে। কেমন ছিল সেই অভিজ্ঞতা? সম্প্রতি এক সাক্ষাৎকারে তা শেয়ার করেছেন গুলশন।
গুলশন স্মৃতিচারণ করে জানিয়েছেন, তাঁকে ক্যাটরিনার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। একবারে দৃশ্যটির শুটিং শেষ করতে চেয়েছিলেন তিনি। সেকারণে, একাধিকবার ক্যাটরিনার সঙ্গে রিহার্সাল দেন। তাঁর কথায়, “ডেবিউ অভিনেত্রীর ক্ষেত্রে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করাটা বেশ কঠিন। কিন্তু, দৃশ্যটি ঠিকঠাক শুট করা সম্ভব হয়েছিল।”
এখন বলিউডে চুটিয়ে কাজ করছেন ক্যাটরিনা। আমির খানের ঠগস অফ হিন্দুস্তান, সলমানের সঙ্গে টাইগার জ়িন্দা হ্যায় ও শাহরুখের সঙ্গে অপর একটি ছবিতে দেখা যাবে তাঁকে।