জেগে উঠো নারী প্রাণে তোলো সুর,
যেতে হবে আজ দূর বহুদূর
চেতনা শক্তি সত্যের বোধে
লড়াই চলবে মিথ্যার রোধে
প্রলাপ বিলাপ নয়তো মুক্তি
একতা তোমার প্রকৃত শক্তি
কেঁদেছো অনেক মিলেছে আঘাত
সময় হয়েছে সরবে জাগার
জন্মাবধি জ্বলেছো তো বেশ
মিলেনি শান্তি সুখের আবেশ
আলো আঁধারির মরণ স্রোতে
জমেছে ধূসর ধ্বংসাবশেষ
ভালোবাসা আর মমতার ছকে
ভরিয়ে দিয়েছো নিবিড় সুখে
আলোর মিছিলে গর্জে বলো
মরবো না আর কেবল ধুঁকে ।
বিশ্ব সভায় গড়তে আসন
বরণ করো নব লৌহ বসন
অনুপমা আর নিরুপমা জপে
মেলেনি মুক্তি মানব রূপে।
সময় এসেছে দিন বদলের
আনতে ভাঙন ভ্রম অর্গলের
বজ্রমুষ্টি বাড়িয়ে জানাও
আমরা বাঁচতে জানি ।