গত ৩০ জুলাই ময়মনসিংহ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো "বার্ষিক বনভোজন ২০১৭" । অনুঠানে তিন শতাধিক ময়মনসিংহবাসী অংশ গ্রহণ করেন । মনোরম এই অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলার অয়োজন করা হয় । সমিতির একনিষ্ঠ নেতা জব্বার ভাইয়ের হাতের রান্নায় মুখরোচক খাবার এর সাথে ময়মনসিংহের শুঁটকি পরিবেশন করা হয় । সমিতির সেক্রেটারি রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে টিপু ভাই , আশিস নন্দী , জামান, মাহাবুব, গৌতম সরকার, হাশেম , সোহেল , কবির, রুশো .আলম সহ অন্যান্যদের অক্লান্ত পরিশ্রমে বার্ষিক বনভোজনটি স্বর্থক হয়ে উঠে । রাফেল ড্র তে প্রথম পুরস্কার হিসাবে দেওয়া হয় একটি ৪৩ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি । এছাড়া ল্যাপটপ , বাইসাইকেল ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয় । পুরস্কারগুলো স্পন্সর করেন যথাক্রমে রিয়েলটর জামান ভূইয়াঁ , কম্পিউটার ব্যাবসায়ী আবুল হাশেম, রিয়েলটর রাসেল সিদ্দিকী ও অন্যান্যরা ।

